Online income অনলাইন এ ইনকাম আর হতাশ হতে হবে না




🌳🌳সামনে এগুনোর জন্য তোমার সব জানার প্রয়োজন নেই, শুধু সামনে পা বাড়াও – একে একে সবই জানতে পারবে”🌳🌳


🌳🌳আমরা যারা শুধু কল্পনার রাজ্যে বসবাস করি তাদের উদ্যেশ্যে বলছি। যারা সব সমায় কল্পনা করতে থাকি একটা কাজ শুরু করার পূর্বে সেই কাজের বিষয় খুটি নাটি সব বিষয় জেনে শুনে শুরু করবো। আমি বলবো তাদের কল্পনা শুধু কল্পনায় থেকে যাবে কিন্তুু কাজটি আর শুরাহা হবে না। কারন একজন ব্যাক্তি কোন কিছু করার আগে সব বিষয় পারদর্শী হতে পারে না।🌳🌳


🌳🌳যখন প্রবল ইচ্ছা শক্তির বলে একটি কাজ শুরু করে দিবে তখন সেই কাজ এর বিষয়ে নিত্য নতুন ধারনা চলে আসবে এমনিতেই। কারন মানুষের ব্রেনে যত চাপ প্রয়োগ করে সে ততো নিত্য নতুন চিন্তা ভাবনা তৈরি করতে পারে।🌳🌳


🌳🌳একটি উদহারণ সরূপ বলতে চাই যদি সামনে এগুনোর জন্যে সব বিষয় জানার প্রয়োজন হতো তাহলে  দৃষ্টিপ্রতিবন্ধি মানুষ এক পা ও সামনে এগুতে পারতো না কারন তার কাছে রাত আর দিন কিন্তুু সমান এই কথা। কিন্তুু তারা কিন্তুু ঠিকেই কারো সাহায্য ছাড়া হাটতে পারে। তাদের সামনে পা বাড়ানোর একটি মাত্র কারন হলো কোন চিন্তা ভাবনা না করে নিজের প্রতি আত্নবিশ্বাস এবং ইচ্ছা শক্তির বলেই কিন্তুু অসম্ভাব কে সম্ভাব করতে পারে।🌳🌳


🌳🌳ঠিক তেমনি আমাদের প্রতিটা মানুষের এই উচিৎ কোন কাজ নিয়ে বেশি কল্পনা জল্পনা না করে। কোন মতে জেনেই প্রবল ইচ্ছা শক্তির বলেই শুরু করে দিতে হবে। তাহলেই সামনে এগিয়ে যাওয়া যাবে নিঃসন্দেহে।🌳🌳


🌳🌳সর্বোপরি বলতে চাই কোন জল্পনা কল্পনা না করেই নিজের উপর  আত্মবিশ্বাস রেখে শুরু করে দিন একদিন নতুন দিনের আলো ফিরে পাবেন ইনশাআল্লাহ । 🌳🌳


SHARE THIS
Previous Post
Next Post