Latest
Loading...

Redmi Note 10 Pro Max আজ আকর্ষণীয় অফারের সাথে কেনার দারুন সুযোগ

 

Redmi Note 10 Pro Max আজ আকর্ষণীয় অফারের সাথে কেনার দারুন সুযোগ

10:34 PM Apr 23,  2021 |
Redmi Note 10 Pro Max আজ আকর্ষণীয় অফারের সাথে কেনার দারুন সুযোগ

আপনি কি দুর্দান্ত পারফরম্যান্সের কোনো স্মার্টফোন খোঁজ করছেন? তাহলে আপনার জন্য রয়েছে একটা দারুন সুখবর। আসলে আজ দুপুর ১২ টায় আছে গতমাসে লঞ্চ হওয়া Redmi Note 10 Pro Max এর ফ্ল্যাশ সেল। ই-কমার্স সাইট Amazon ছাড়াও কোম্পানির নিজস্ব ওয়েবসাইট, Mi.com-এ এই সেল অনুষ্ঠিত হবে। তাই দেরি না করে, আপনি এই সেলে অংশ নিয়ে রেডমি নোট ১০ প্রো ম্যাক্স পকেটস্থ করতে পারেন। সেল উপলক্ষ্যে ফোনটির ওপর ব্যাঙ্ক অফার ও টেলিকম অফারও পাওয়া যাবে।

Redmi Note 10 Pro Max এর দাম ও অফার

রেডমি নোট ১০ প্রো ম্যাক্স এর ৬ জিবি র‌্যাম ও ৬৪ জিবি স্টোরেজের ভারতে দাম ১৮,৯৯৯ টাকা। আবার এর ৬ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজ, ৮ জিবি র‌্যাম ও ১২৮ স্টোরেজের মূল্য যথাক্রমে ১৯,৯৯৯ টাকা ও ২১,৯৯৯ টাকা। 

লঞ্চ অফার হিসাবে Citi ব্যাংকের ক্রেডিট কার্ড ও ডেবিট কার্ডধারীদের ১,২৫০ টাকা পর্যন্ত ছাড় দেওয়া হবে। আবার জিও গ্রাহকরা Redmi Note 10 Pro Max কিনে ৩৪৯ টাকা রিচার্জ করলে ৩,০০০ টাকা ক্যাশব্যাক পাবেন।

Redmi Note 10 Pro Max এর স্পেসিফিকেশন

রেডমি নোট ১০ প্রো ম্যাক্স ফোনে এড্রেনো ৬১৮ জিপিইউ সহ স্ন্যাপড্রাগন ৭৩২জি প্রসেসর ব্যবহার করা হয়েছে। ফোনটি অ্যান্ড্রয়েড ১১ বেসড এমআইইউআই ১২ কাস্টম ওএসে চলে। এতে আছে ১২০ হার্টজ রিফ্রেশ রেট সহ ৬.৬৭ ইঞ্চি ফুল এইচডি প্লাস (১০৮০ x ২৪০০ পিক্সেল) সুপার অ্যামোলেড ডিসপ্লে। এর পাঞ্চ হোলের কাট আউটের মধ্যে ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা উপলব্ধ। ডিসপ্লের প্রোটেকশনের জন্য এতে কর্নিং গরিলা গ্লাস ৫ ব্যবহার করা হয়েছে।

আবার ফোনটি ৫,০২০ এমএএইচ ব্যাটারি সহ এসেছে। যার সাথে ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। Redmi Note 10 Pro Max ফোনের পিছনে আছে কোয়াড ক্যামেরা। এই ক্যামেরাগুলি হল ১০৮ মেগাপিক্সেল Samsung ISOCELL HM2 সেন্সর, ৮ মেগাপিক্সেল আলট্রা ওয়াইড লেন্স, ৫ মেগাপিক্সেল টেলিম্যাক্রো লেন্স ও ২ মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর।


SHARE THIS
Previous Post
Next Post